নিজস্বঃ আজকে আবারো চিটফান্ড সংক্রান্ত লেটেস্ট আপডেট বেরিয়ে এসেছে সমস্ত কোম্পানির টাকা মিলবে ফিরোত এ রকমই একটা খবর আমরা আগেই জানতে পেরেছি । এবং চিটফান্ড কোম্পানি অ্যালকেমিস্ট তাদের আমানতকারীদের টাকা ফিরিয়ে দিচ্ছিল যাদের প্রাপ্য দশ হাজার টাকা বা তার কম ছিল । কিন্তু অ্যালকেমিস্ট সেই টাকা ফেরানোর প্রক্রিয়া কিছুদিন আগেই বন্ধ করেছিল।
আরও পড়ুন ঃ সারদা কাণ্ডে নয়া আপডেট , সিবিআই-এর নজর এবার সংবাদমাধ্যমের দিকে।
আমি কয়েকদিন আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে আগামী সোমবার থেকেই আলকেমিস্ট টাকা ফেরানো আবার শুরু করবে। তো ফ্রেন্ডস এই নিয়ে আলকেমিস্ট এর একটা মিটিং হয়েছে 11. 8. 2018 তারিখে অর্থাৎ শনিবারে সেই মিটিং-এ উপস্থিত ছিলেন অরিন্দম দাস সহ আরো বিশিষ্ট ব্যক্তিরা যেখানে তারা কবে টাকা ফেরত পাওয়া যাবে সমস্ত কোম্পানির সেই নিয়ে একটা মিটিং এর আয়োজন করেছিলেন আজকে আমি আপনাদেরকে সেই মিটিং এর একটা ছোট্ট ভিডিও দেখাবো এবং সাথে সাথে আপনাদেরকে জানাবো যে যারা কোর্টে আপিল করে নি তারা কিভাবে টাকা ফেরত পাবেন সমস্ত তথ্য আমি আজকে আপনাদের কে জানাব অর্থাৎ চিটফান্ড সম্পর্কে latest update আপনাদেরকে জানাবো । এই ভিডিওটি দেখুন ঃ
আরও পড়ুন ঃ সারদা কাণ্ডে নয়া আপডেট , সিবিআই-এর নজর এবার সংবাদমাধ্যমের দিকে।
আমি কয়েকদিন আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে আগামী সোমবার থেকেই আলকেমিস্ট টাকা ফেরানো আবার শুরু করবে। তো ফ্রেন্ডস এই নিয়ে আলকেমিস্ট এর একটা মিটিং হয়েছে 11. 8. 2018 তারিখে অর্থাৎ শনিবারে সেই মিটিং-এ উপস্থিত ছিলেন অরিন্দম দাস সহ আরো বিশিষ্ট ব্যক্তিরা যেখানে তারা কবে টাকা ফেরত পাওয়া যাবে সমস্ত কোম্পানির সেই নিয়ে একটা মিটিং এর আয়োজন করেছিলেন আজকে আমি আপনাদেরকে সেই মিটিং এর একটা ছোট্ট ভিডিও দেখাবো এবং সাথে সাথে আপনাদেরকে জানাবো যে যারা কোর্টে আপিল করে নি তারা কিভাবে টাকা ফেরত পাবেন সমস্ত তথ্য আমি আজকে আপনাদের কে জানাব অর্থাৎ চিটফান্ড সম্পর্কে latest update আপনাদেরকে জানাবো । এই ভিডিওটি দেখুন ঃ
অর্থাৎ friends বুঝতে পারলেন যে সমস্ত আমানতকারীরা কোর্টে এখনো পর্যন্ত আপিল করেনি তাদেরকে কোর্টে আপিল করার জন্য অনুরোধ করছেন অরিন্দম দাস বাবু অথবা অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করার কথা বলছেন সুতরাং আপনারা যদি কোর্টে আপিল না করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই কোর্টে আপিল করতে হবে নইলে কিন্তু আপনি আপনার টাকা ফেরত পাবেন না ।
সোমবার থেকেই টাকা ফেরাবে চিটফান্ড সংস্থা গুলো, জানাল কমিটি
অরিন্দম দাস বাবুর মতে কোর্ট আপনাকে ঘরে টাকা দিতে আসবে না আপনার সম্বন্ধে কিছু জানবে না। সুতরাং আপনাকে অ্যাসোসিয়েশনের সঙ্গে অথবা কোর্টে গিয়ে আপিল করতে হবে অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করার জন্য পানিহাটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করুন ।। ।
3 Comments
এশোসিয়েশন সঙ্গে কি ভাবে য়োগায়োগ করবো ও কিভাবে আবেদন করবো জানালে খুব উপকার হয়
ReplyDeleteAssociation er address ta pls din
ReplyDeletePls, let me know the address / how to join association...
ReplyDelete