সোমবার থেকেই টাকা ফেরাবে চিটফান্ড সংস্থা গুলো, জানাল কমিটি

Updated on 14 june , 2018

পশ্চিমবঙ্গঃ আগামী সোমবার, ১৮ জুন থেকে আমানতকারীদের টাকা ফেরানোর সিদ্ধান্তের কথা জানালো এস পি তালুকদার কমিটি। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই অর্থলগ্নি সংস্থা অ্যালকেমিস্ট ড্রাফটের মাধ্যমে এই টাকা ফেরাবে।
বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ↓
জানা গিয়েছে, আগামী সোমবার ১৫ জন আমানতকারীকে নিয়ে একটি পাইলট প্রজেক্ট চালু করা হবে। সেখান থেকে উঠে আসা সুবিধা-অসুবিধাগুলি পর্যালোচনা করে ২ জুলাই থেকে একে একে মেটানো হবে আমানতকারীদের টাকা।
কমিটি সূত্রে জানা গিয়েছে, আগামী ২ জুলাই থেকে প্রতিদিন ২৫০ জন আমানতকারীকে তাঁদের প্রাপ্য অর্থ ফেরাবে অ্যালকেমিস্ট। ওই দিন থেকেই ড্রাফট পাঠানো শুরু হবে।

উল্লেখ্য, পঞ্চায়েত ভোট মিটলেই আমানতকারীদের সব টাকা ফেরত দেওয়ার জন্য বেসরকারি অর্থলগ্নিসংস্থা অ্যালকেমিস্টকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই পদক্ষেপে যেন আর দেরি না হয়, সেই ব্যাপারে গত ৮ জুন পুনরায় নির্দেশ দেয় আদালত। কয়েক জন আমানতকারীর আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে আদালত।

Post a Comment

0 Comments