নিজস্ব প্রতিবেদন : সারদাকাণ্ডে সিবিআই বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজর এবার সংবাদমাধ্যমের ওপরে। বাজার থেকে তোলা বিপুল পরিমাণ অর্থের একটি বড় অংশ সারদাকর্তা সুদীপ্ত সেন লগ্নি করেছিল সংবাদমাধ্যমে। কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ লগ্নি করা সত্বেও লাভের মুখ দেখনি সারদা কর্তা। তাহলে কে বা কার নির্দেশে এই অর্থ লগ্নি করেছিল সংবাদমাধ্যমে?
আরো দেখুন :
রোজভ্যালির ৩টি সংস্থায় কোটি কোটি টাকা তছরুপ
এর উদ্দেশ্য বা কি ছিলো? এবার সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে শুরু করেছে সিবিআই। আর এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী ওই সংস্থা হাতিয়ার করছে ২০১৪ সালে রাজ্য সরকারের দেওয়া একটি হলফনামা। ওই হলফনামাতে রাজ্য সরকারের তরফে জানান হয়, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলা, হিন্দি, উর্দু সহ আরও কিছু ভাষার সংবাদপত্রে অথবা বৈদ্যুতিন চ্যানেলে লগ্নি করেন সুদীপ্ত। মোট ১৮টি সংবাদমাধ্যমে লগ্নি করা হয়েছিল।
আরো বিস্তারিত ভাবে জানতে ক্লিক করুন এই লিংকে 👉 https://youtu.be/zUPqIgcD_cQ
সিবিআইয়ের অভিযোগ সারদা বাজার থেকে যে বিপুল টাকা তোলা, তার ১৮ শতাংশ লগ্নি করে সংবাদমাধ্যম এবং বৈদ্যুতিন মাধ্যমে। আরও অভিযোগ করেন, ওই চ্যানেলগুলি তখন নিদৃষ্ট একটি রাজনৈতিক দলের হয়েই প্রচার করে।
বিস্তারিত দেখুন এই ভিডিওতে 👇
বিষদে জানতে আমাদের চানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন 👉 https://www.youtube.com/channel/UCWd90MesxiVOs1x4HqJzyDQ
0 Comments