দুর্নীতির অভিযোগ তুলে বিজেপিতে যোগ সিপিএমের নেতার


নিজস্ব ঃ সিপিএমের প্রাক্তন বিধায়ক বিশ্বজিত দত্ত যোগ দিলেন এবার গেরুয়া শিবিরে৷ সিপিএমের ওপর দুর্নীতি এবং অপরাধমূলক কাজকর্মের অভিযোগ তুলে শিবির বদলালেন তিনি৷


মধ্যবিত্ত দের চিন্তার ভাঁজ ! ফের বাড়ল গ্যাসের দাম


সংবাদ সূত্র থেকে জানা যায়, শুক্রবার সন্ধ্যেতে খোয়াই জেলাতে সিপিএমের প্রাক্তন বিধায়ক বিশ্বজিত দত্ত বিজেপিতে যোগ দেন৷ ১৯৬৪ সালে সিপিএমের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি৷



এক ইংরাজি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শনিবার সকালে তাঁর অভিযোগ, তিনি দলের মধ্যে ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন৷ এমনকি এরজন্য তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল৷ গত ১৮ এপ্রিল তিনি দলের (CPI M) সমস্ত পদ থেকে ইস্তফা দেন৷ তিনি আরও অভিযোগ করেন যে, বিগত কয়েক বছর ধরেই তিনি ষড়যন্ত্রের শিকার৷


আরও বিশদে জানতে আমাদের চ্যানেল কে সাবস্ক্রাইব করুন ঃ  https://www.youtube.com/channel/UCWd90MesxiVOs1x4HqJzyDQ



Post a Comment

0 Comments