মধ্যবিত্ত দের চিন্তার ভাঁজ ! ফের বাড়ল গ্যাসের দাম





নিজস্বঃফের মধ্যবিত্তের রান্নাঘরে আগুন ধরাল মোদী সরকার। দাম বাড়ল গ্যাসের। আজ ১ লা সেপ্টেম্বর থেকে বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। দাম বাড়ার পর কলকাতায় ভর্তুকিহীন এলপিজির দাম বাড়ছে ৩০ টাকা। এমনটাই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। গত কয়েকমাস ধরে লাগাতার জ্বালানির দাম বাড়ছে। যা নিয়ে রীতিমত নাভিশ্বাস অবস্থা মধ্যবিত্তের। এরই মধ্যে বারবার গ্যাসের দাম বৃদ্ধিতে চাপ আরও বাড়ছে।

১ লক্ষ টাকা দেবে গুগল , দেখুন কিভাবে পাবেন




জানা গিয়েছে, গত শুক্রবার পর্যন্ত কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম ছিল ৮১৭.৫০ টাকা। শনিবার থেকে তার সঙ্গে অতিরিক্ত ৩০ টাকা যুক্ত হয়ে তা দাঁড়াল ৮৪৭ টাকা। দেশের অন্যান্য শহরে এই বৃদ্ধির পরিমাণ ভিন্ন। উল্লেখ্য, ভর্তুকিহীন বা ভর্তুকিযুক্ত উভয় ধরনের গ্রাহককেই প্রতি সিলিন্ডারের জন্য দিতে হবে ৮৪৯ টাকা। যাঁরা ভর্তুকি পান তাঁদের ক্ষেত্রে ভর্তুকি টাকা পৌঁছে যাবে ব্যাংকে।


আরও বিশদে জানতে আমাদের চ্যানেল কে সাবস্ক্রাইব করুন ঃ  https://www.youtube.com/channel/UCWd90MesxiVOs1x4HqJzyDQ

Post a Comment

0 Comments