নিজস্বঃ সফটওয়্যার হ্যাক করে বন্ধুকে মোমো খেলার মেসেজ পাঠিয়ে পুলিসের হাতে ধরা পড়লেন দুর্গাপুরের একটি পলিটেকনিক কলেজের ছাত্র। ধৃত ওই ছাত্রের নাম অরিন্দম পাত্র। তার বাড়ি কেতুগ্রাম থানার শ্রীগ্রামে। কাটোয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র জয়কৃষ্ণ পাল গত ২৮আগস্ট কাটোয়া থানায় মোমোর মেসেজ পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেন। জয়কৃষ্ণের বাড়ি কেতুগ্রামের কান্দরায়। ধৃত ছাত্র জয়কৃষ্ণকে ‘গুরু’ বলে ডাকত। নিজের পরিচয় গোপন রেখে ওই পলিটেকনিক পড়ুয়া বন্ধুকেই মোমোর মেসেজ পাঠিয়ে দেয়। আতঙ্কিত হয়ে তড়িঘড়ি কাটোয়া কলেজের ওই পড়ুয়া থানার দ্বারস্থ হন। এরপরই তদন্তে নামে সাইবার সেল এবং কাটোয়া থানা। বৃহস্পতিবার অরিন্দমকে পাকড়াও করে পুলিস। সারা রাজ্যজুড়ে মোমোর আতঙ্ক ছড়ানোর নাটের গুরু এই ছাত্র কিনা তানিয়ে তদন্ত শুরু করেছে পুলিস।
১ লক্ষ টাকা দেবে গুগল , দেখুন কিভাবে পাবেন
শুক্রবার পুলিস সুপার ভাস্কর মুখোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, নিজের পরিচয় গোপন রেখে কেতুগ্রামের ওই পলিটেকনিক পড়ুয়া গুগল প্লে-স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে একটি নম্বর থেকে মোমোর মেসেজ পাঠায়। কাটোয়ায় মেসে থাকা এক ছাত্র এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। তারপর পুলিসের বিশেষ টিম এনিয়ে তল্লাশি শুরু করে। অরিন্দমকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়। জেলায় এখনও অবধি মোমো সংক্রান্ত ১২টি অভিযোগ জমা পড়েছে। এনিয়ে স্কুলে স্কুলে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। অযথা মোমো নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
সুখবর, সরকারি কর্মীদের ডিএ বাড়াচ্ছে মোদী সরকার
শুক্রবার মোমো কাণ্ডে ধৃত ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে কাটোয়া এসিজেএম আদালতে তোলা হলে বিচারক বিশাল মঙ্গোত্রী সপ্তাহে একদিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরার শর্তে জামিন দেন। পাশাপাশি মামলা চলাকালীন ওই ছাত্রের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বয়স এবং ভবিষ্যতের কথা ভেবে শর্তাধীনে জামিন দেওয়া হল বলে বিচারক ধৃত পলিটেকনিক পড়ুয়াকে স্মরণ করিয়ে দেন।
প্রধানমন্ত্রীর বিশেষ ঘোষণায় সুবিধা পাবেন ৩২কোটি মানুষ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অরিন্দমের মধ্যে হ্যাকিং করার প্রবণতা আছে। এরআগে একাধিকবার ওই ছাত্র চ্যালেঞ্জ নিয়ে বন্ধুদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছে। মোমো গেম নিয়ে অনেকের মধ্যে আতঙ্ক ছড়াতেই ওই ছাত্র আচমকা সফ্টওয়্যার হ্যাক করে পরিচয় গোপন রেখে বন্ধুকেই চ্যালেঞ্জ জানিয়ে বসে। আতঙ্কে থানার দ্বারস্থ হন জয়কৃষ্ণ। এরফলে অরিন্দম পাত্রের কারসাজি ধরা পড়ে। পাশাপাশি মোমো নিয়ে কীভাবে অযথা আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে সেই চক্রের পর্দা ফাঁস হয়।
MPS Group এর লেটেস্ট আপডেট
এদিন সাংবাদিক বৈঠকে অতিরিক্ত পুলিস সুপার(গ্রামীণ) রাজনারায়ণ মুখোপাধ্যায়, কাটোয়ার এসডিপিও ত্রিদিব সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন বর্ধমান শহরে সিএমএস হাইস্কুলে মোমো নিয়ে এক সচেতনতা শিবিরও হয়। সেখানে পুলিস সুপার ছাড়াও অতিরিক্ত পুলিস সুপার(হেডকোয়ার্টার) প্রিয়ব্রত রায়, বর্ধমান থানার আইসি তুষারকান্তি কর প্রমুখ উপস্থিত ছিলেন।
রোজভ্যালির ৩টি সংস্থায় কোটি কোটি টাকা তছরুপ! নতুন মামলা দায়ের ইডির রোজভ্যালি কে নিয়ে
ধৃত অরিন্দম পাত্র বলে, আমি মজা করার জন্য কয়েকজন বন্ধুকে পাঠিয়েছিলাম। আমি জীবনে এসব আর কোনওদিন করব না। ধৃত ছাত্রের বাবা দীপঙ্কর পাত্র বলেন, আমি ছেলের মোবাইল কেড়ে নেব। এসব আর যাতে কোনও দিন না করে সেজন্য যা যা করার তাই করব। বন্ধুদের সঙ্গে মজা করার একটা সীমা আছে। এদিন কাটোয়া আদালতের সরকারি আইনজীবী মহসিন খান বলেন,ওই ছাত্র মারাত্মক অপরাধ না করায় তার ভবিষ্যতের কথা ভেবে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেছেন।
আরও বিশদে জানতে আমাদের চ্যানেল কে সাবস্ক্রাইব করুন ঃ https://www.youtube.com/channel/UCWd90MesxiVOs1x4HqJzyDQ
0 Comments