নিজস্ব ঃ রাজ্যজুড়ে পঞ্চায়েতের বোর্ডগঠন নিয়ে হিংসা-হানাহানিতে শিশুরাও নিরাপদ নয়৷ রাজনৈতিক কর্মীরা রীতিমতো আশঙ্কায় দিন গুনছেন৷ তার ওপর পুলিসের গুলিতে হত্যার অভিযোগ এবং তদন্ত শুরু হয়েছে৷
এই পরিস্থিতিতে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিকে নিয়ে ৬ সেপ্টেম্বর মহামিছিল করবে রাজ্য বিজেপি৷ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে ওই মিছিল শহরের রাজপথের গুরুত্বপূর্ণ মোড় অতিক্রম করবে৷ তবে বিস্তারিত পথ পরিকল্পনা এখনও তৈরি হয়নি৷ কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং হাওড়ার বিজেপি সমর্থক কর্মীরাই ওই মিছিলে মূলত অংশগ্রহণ করবেন৷
পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পরই উপজাতীয় নেতা ত্রিলোচন মাহাতো এবং দলিত দুলাল কুমার খুন হন পুরুলিয়ায়৷ এরপর দক্ষিণ ২৪ পরগণায় খুন হন আরেক বিজেপি নেতা শক্তিপদ সরকার খুন হন৷ কিছুদিন আগেই পুরুলিয়ার রঘুনাথপুরের ঘাঘড়া পঞ্চায়েতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় দুই বিজেপি কর্মীকে৷ পার্টির দাবি, পুলিসের গুলিতেই তাদের মৃত্যু হয়েছে৷ তদন্ত শুরু করে পুলিশ ইতিমধ্যেই জানিয়েছে, শূন্যে গুলি চালানো হয়েছিল৷ কোনও গ্রামবাসীকে লক্ষ করে গুলি চালানো হয়নি৷
১ লক্ষ টাকা দেবে গুগল , দেখুন কিভাবে পাবেন
প্রশ্ন উঠেছে, কাদের গুলিতে মৃত্যু হল ঘাঘড়ার ওই দুই ব্যক্তির৷ কলকাতার মিছিলে সাম্প্রতিক পঞ্চায়েতের বিষয়গুলিই তুলি ধরা হবে৷ মিছিলে ব্যানার ফেস্টুনে রাজ্য সরকার আইন-শৃঙ্খলা রক্ষা না করতে পারার কথা লেখা থাকবে৷ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বসহ রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ এই মিছিলে অংশগ্রহণ করবেন৷
আরও বিশদে জানতে আমাদের চ্যানেল কে সাবস্ক্রাইব করুন ঃ https://www.youtube.com/channel/UCWd90MesxiVOs1x4HqJzyDQ
0 Comments