১ লক্ষ টাকা দেবে গুগল , দেখুন কিভাবে পাবেন

জিততে পারেন এক লক্ষ টাকা,দেবে গুগল । দেখুন কিভাবে পাবেন । 

এক ক্লিকেই পরীক্ষা করে দেখে নিন নিজের ভাগ্য৷ সুযোগটি নিয়ে এসেছে Google Pay৷ তবে, পেমেন্ট মাধ্যমটিকে অনেকেই চিনবেন Google Tez অ্যাপ নামে৷ ভারতের ডিজিটাল পেমেন্টের মার্কেটে নিজের স্থান পাকা করতে যথেষ্ট উদ্যোগী এই সংস্থা৷ ‘Tez ফার্স্ট অ্যানির্ভাসরি অফার’ এর মাধ্যমে গ্রাহক জিততে পারবেন এই টাকা (এক লক্ষ পর্যন্ত)৷ তবে, অফারটি শুধুমাত্র Google Pay ব্যবহারকারী লাকি ইউজারদের জন্যই থাকছে৷

অফারে জানাচ্ছে, ‘সেপ্টেম্বরে Tez এর অ্যানির্ভাসরি৷ আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে অফারটি৷ আপনিও হতে পারেন পঞ্চাশ মিলিয়ন Tez ইউজারদের মধ্যে ভাগ্যবান ইউজার এবং জিততে পারেন এক লাখ টাকা পর্যন্ত৷’তবে, রয়েছে কিছু শর্তাবলী৷ অফারটি পেতে হলে ইউজারকে Google Pay ব্যবহার করে পাঁচটি ট্রানজ্যাকশন করতে হবে৷ মাধ্যমটিকে (Google Pay) ব্যবহার করে সম্ভব হবে দুই ধরণের ট্রানজ্যাকশন, P2P এবং ক্যাশ মোড ট্রানজ্যাকশন৷

সমস্ত ট্রানজাকশনের কাজ শেষ করতে হবে ১৮ সেপ্টেম্বর, সকাল ৯ টার মধ্যে৷ গুগল জানাচ্ছে, পাঁচটি ট্রানজ্যাকশন শেষ করার পর থেকেই ইউজার জিততে পারবেন অফারটি৷ কিন্তু, যত বেশি পরিমান ট্রানজ্যাকশন করবেন ততই বাড়বে জেতার সুযোগ৷ রয়ছে প্রচুর অফার, সুতরাং প্রত্যেক ইউজারই কমবেশি উপহার জেতার সুযোগ পাবেন৷ গুগল রেখেছে বেশ কিছু শর্ত৷
১) ট্রানজ্যাকশন করার সময় ব্যবহার করতে হবে Tez অ্যাপটির লেটেস্ট ভার্সান৷
২) ইউজার মনোনীত ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে জিতে নেওয়া টাকাটি৷
৩) ব্যবহারকারীর Tez অ্যাকাউন্টকে একটি ইউপিআই সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই যুক্ত থাকতে হবে৷

তবে, অফারটি থেকে বঞ্চিত থাকছেন তামিলনাড়ুর বাসিন্দারা৷ ভারতে Google Pay এর জনপ্রিয়তা বাড়াতে তাৎক্ষণিক লোনের সুবিধা দিতে চলেছে সংস্থা৷ ইতিমধ্যেই বেশ কয়েকটি ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছে Google Pay৷ যার মাধ্যমে সরাসরি ইউজার লোনের জন্য আবেদন করতে পারবেন৷

আরও বিশদে জানতে আমাদের চ্যানেল কে সাবস্ক্রাইব করুন ঃ  https://www.youtube.com/channel/UCWd90MesxiVOs1x4HqJzyDQ


Post a Comment

0 Comments