প্রধানমন্ত্রীর বিশেষ ঘোষণায় সুবিধা পাবেন ৩২কোটি মানুষ



নয়াদিল্লি: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের ভাষণের দিকে তাকিয়ে আছে অনেকেই। লালকেল্লা থেকে কী ঘোষণা করবেন তিনি? সেই অপেক্ষায় রয়েছে দেশের মানুষ। জানা যাচ্ছে, তাঁর এবারের কোনও বিশেষ ঘোষণায় উপকৃত হতে পারেন দেশের কয়েক কোটি মানুষ।

বিশদে জানতে এখানে ক্লিক করুন 👇

https://youtu.be/OlDVQUmNgXI
সূত্রে খবর, এবছর জনধন যোজনায় একাধিক সুবিধা দেওয়ার কথা ঘোষণা করবেন তিনি। ৩২ কোটিরও বেশি জনধন অ্যাকাউন্টের জন্য এইসব সুবিধার ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, জনধন যোজনায় ওভারড্রাফ্টের সুবিধা দ্বিগুণ করে ১০ হাজার টাকা করা হতে পারে। বর্তমানে কোনও জরুরি অবস্থায় অ্যাকাউন্ট হোল্ডারের পরিবার পাঁচ হাজার টাকা তুলতে পারে।
পাশাপাশি, যাতে তাঁরা ছোটখাট ব্যবসা শুরু করতে পারেন। জনধন যোজনায় ব্যাংক খাতা খোলার প্রক্রিয়া ফের চালু করার কথা ঘোষণা করতে পারেন মোদী। সুখম বিমা যোজনায় ডেবিটকার্ড হোল্ডারদের দুর্ঘটনা বীমার অর্থ এক লক্ষ টাকা থেকে বাড়ানো হতে পারে।
২০১৪ সালে এই প্রকল্প শুরু করেছিলেন নরেন্দ্র মোদী। ২০১৫ সালের ১৪ অগস্টে শেষ হয় প্রথম পর্যায়। ৩২.২৫ কোটি জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে জানা গিয়েছে। ৩২.২৫ কোটি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে ৮০,৬৭৪.৮২ কোটি টাকা। এবার রূপে ডেবিট কার্ড ব্যবহারে জোর দিতে চলেছে সরকার।
সরকারি সূত্রে খবর, আরও ১০-১২ কোটি মানুষের কাছে এই সুবিধা পৌঁছয়নি। এবার তাঁদের ব্যাংক খাতা খোলা হবে।



Post a Comment

0 Comments