সারদা-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! কুণালকে আবার জেরা করল সিবিআই



নিজস্বঃ ফের সারদা কান্ডে কুনাল ঘোষকে তলব সিবিআইয়ের। সোমবার সকালে সল্টলেকের সিবিআই দফতরে আসে কুনাল ঘোষ। প্রায় সাড়ে তিন ঘণ্টা তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই-এর তদন্তকারী অফিসারেরা।





সিবিআই দফতর থেকে বেরিয়ে যাওয়ার সময় কুনাল ঘোষ বলেন, তদন্তের স্বার্থে সিবিআই আমাকে আসতে বলে তাই এসেছি। বিগত দিনেও এসেছি আবার আসতে বললে আসবো। তবে সিবিআই এর তদন্তকারী অফিসারদের সঙ্গে কী কথা হয়েছে সে বিষয়ে একটি কথাও বলবো না ।





সারদা মামলায় জামিন পাওয়ার পর তিনি একটি চিঠি দিয়েছিলেন সিবিআই দফতরে। সেই চিঠির বিষয় বস্তুু ছাড়াও কুনাল ঘোষের কাছে কিছু নথিপত্র চেয়েছিল সিবিআই। সেই নথিপত্র জমা দিতেই কি সিবিআই দফতরে আসে কুনাল ঘোষ। তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।





যদিও কুনাল ঘোষের হাতে একটি ফাইল রয়েছে তা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন ফাইলের মধ্যে হয়তো আমার কিছু উপন্যাস থাকতে পারে।



বিশদে জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ঃ https://www.youtube.com/channel/UCWd90MesxiVOs1x4HqJzyDQ

Post a Comment

0 Comments