রোজভ্যালি হোটেল, রোজভ্যালি এন্টারটেইনমেন্ট, রোজভ্যালি রিয়েল এস্টেট- এই তিনের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
রোজভ্যালি : রোজভ্যালি কাণ্ডে নতুন করে দায়ের হল আরও একটি মামলা। বিচার ভবনে সিবিআই ১ নম্বর কোর্টে এ মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ইডি সূত্রে খবর, রোজভ্যালির মোট ৩টি সংস্থার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। রোজভ্যালি হোটেল, রোজভ্যালি এন্টারটেইনমেন্ট, রোজভ্যালি রিয়েল এস্টেট- এই তিনের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মোট ১৭ হাজার ৫২০ কোটি টাকা তছরুপ করা হয়েছে বলে অভিযোগ।
তদন্তের স্বার্থে রোজভ্যালির এই তিন সংস্থার কর্তাকেই জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। যার জন্য এই তিন সংস্থার বেশ কয়েকজন কর্তাকে সমন পাঠাতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মর্মেই আদালতে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।
১৯৯৭ সালে রাজ্যে ব্যবসা শুরু করে রোজভ্যালি। অভিযোগ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও রেজিস্ট্রার অফ কোম্পানির অনুমোদন ছাড়াই ১৫ বছরের বেশি সময় ধরে বাজার থেকে টাকা তুলেছে রোজভ্যালি। সেবির গাইডলাইন ভেঙে তোলা হয় টাকা। দক্ষিণ কলকাতা ও জেলায় প্রচুর সম্পত্তি রয়েছে রোজভ্যালির।
আরো বিস্তারিত ভাবে জানতে ক্লিক করুন এই লিংকে: https://youtu.be/fcElT75RVwo
অথবা এই ভিডিওটি দেখুন ⬇️
2 Comments
Kindly give the list of chitfund companies
ReplyDeletepls see the latest update on this blog
ReplyDelete