নিজস্বঃ নিজের ভুলে বা অবহেলায় দুর্ঘটনা ঘটলে তার জন্য কোন বিমার দাবি করা যাবে না বলেই মত সুপ্রিম কোর্টের ৷ একটি মামলার বিষয়ে শুনানিতে এমনই বক্তব্য উঠে আসে জাস্টিস এনভি রমন ও এস আব্দুল নাজিরের বেঞ্চে ৷ র্যাশ ড্রাইভিং বা ভুলভাবে গাড়ি চালানোর ফলে দুর্ঘটনায় ঘটে তাহলে কোনভাবেই বিমা সংস্থা তার জন্য দায়ী নয় ৷ তাই বিমার দাবির প্রশ্ন ওঠে না ৷ এমন দুর্ঘটনার জন্য দায়ী সেই ব্যক্তি যার ভুলে ঘটে এই ঘটনা ৷ জানিয়েছে সুপ্রিম কোর্ট ৷
দুর্ঘটনায় মৃত্যু হয় দিলীপ ভৌমিক নামে এক ব্যাক্তির ৷ বিমা সংস্থা থেকে প্রায় ১০ লাখ টাকার দাবি জানান তার পরিবার ৷ ত্রিপুরা হাইকোর্টে মামলাও হয় এই নিয়ে ৷ মামলায় হেরে যাওয়া ন্যাশনল ইন্সিওরেন্স কোম্পানি রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় ৷ বিমা সংস্থার বক্তব্য, দুর্ঘটনা ঘটিয়েছেন ওই ব্যক্তি নিজেই তাই ক্ষতিপূরণ বাবদ বিমার টাকা কোনভাবেই দাবি করতে পারে না তার পরিবার ৷ একই বক্তব্য উঠে আসে সুপ্রিম কোর্টে এবং ক্ষতিপূরণের টাকা দিতে নিষেধ করে দেন বিচারপতিরা ৷
আরও বিশদে জানতে আমাদের চ্যানেল কে সাবস্ক্রাইব করুন ঃ https://www.youtube.com/channel/UCWd90MesxiVOs1x4HqJzyDQ
0 Comments